ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 48

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে ছাত্র-জনতা মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব বাজারের লঞ্চ-কার্গো ঘাটে নৌপথ অবরোধ করেন। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে এক ঘণ্টা নৌ চলাচলসহ লঞ্চ, কার্গো ও স্পিডবোট চলাচল বন্ধ রাখেন আন্দোলনকারীরা।

অবরোধে বক্তব্য দেন জেলা বাস্তবায়ন কমিটির নেতা মৌলানা সাইফুর রহমান শাহরিয়ার, জোনায়েত আলম ও গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল। তারা বলেন, ভৈরবকে জেলা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সোমবার রেলস্টেশনে শান্তিপূর্ণ অবরোধের সময় ট্রেনের ইঞ্জিনে কিছু পাথর নিক্ষেপ হয়, তবে ট্রেনের কোনো ক্ষতি হয়নি।

কর্মসূচি শেষে বেলা ১১টায় আগামী কর্মসূচির তারিখ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একসঙ্গে সড়ক, রেল ও নৌপথে অবরোধের কর্মসূচি পালিত হবে। বক্তারা বলেন, সোমবারের ঘটনায় রেলওয়ে থানায় মামলা হলেও তারা তা ভয় পান না। যদি পুলিশ কাউকে গ্রেপ্তার করে, তীব্র আন্দোলন চলবে।

ভৈরব নৌ থানার ইনচার্জ রাশিদুজ্জামান জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইসএম আজিমুল হকও উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় কর্মসূচি শেষ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ

সর্বশেষ আপডেট ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে ছাত্র-জনতা মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব বাজারের লঞ্চ-কার্গো ঘাটে নৌপথ অবরোধ করেন। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে এক ঘণ্টা নৌ চলাচলসহ লঞ্চ, কার্গো ও স্পিডবোট চলাচল বন্ধ রাখেন আন্দোলনকারীরা।

অবরোধে বক্তব্য দেন জেলা বাস্তবায়ন কমিটির নেতা মৌলানা সাইফুর রহমান শাহরিয়ার, জোনায়েত আলম ও গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল। তারা বলেন, ভৈরবকে জেলা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সোমবার রেলস্টেশনে শান্তিপূর্ণ অবরোধের সময় ট্রেনের ইঞ্জিনে কিছু পাথর নিক্ষেপ হয়, তবে ট্রেনের কোনো ক্ষতি হয়নি।

কর্মসূচি শেষে বেলা ১১টায় আগামী কর্মসূচির তারিখ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একসঙ্গে সড়ক, রেল ও নৌপথে অবরোধের কর্মসূচি পালিত হবে। বক্তারা বলেন, সোমবারের ঘটনায় রেলওয়ে থানায় মামলা হলেও তারা তা ভয় পান না। যদি পুলিশ কাউকে গ্রেপ্তার করে, তীব্র আন্দোলন চলবে।

ভৈরব নৌ থানার ইনচার্জ রাশিদুজ্জামান জানান, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইসএম আজিমুল হকও উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় কর্মসূচি শেষ হয়।