ভেনেজুয়েলার নৌযানে মার্কিন হামলায় নিহত ৩
- সর্বশেষ আপডেট ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 51
ভেনেজুয়েলার আরেকটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছিল।
গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানের ওপর এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের আওতাভুক্ত অঞ্চলে এই অভিযান চালানো হয়েছে, যা মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশজুড়ে বিস্তৃত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নৌযানটি অবৈধ মাদক পরিবহনে যুক্ত ছিল এবং একটি পরিচিত পাচারপথ ব্যবহার করছিল।
তিনি আরও জানান, হামলায় তিনজন পুরুষ নিহত হয়েছেন এবং এটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
চলতি মাসেই ভেনেজুয়েলা থেকে যাত্রা করা সন্দেহভাজন মাদকপাচারকারী নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আরও দুটি হামলা চালিয়েছে। তবে সর্বশেষ হামলার বিষয়ে এখনো ভেনেজুয়েলার সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।
































