ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দি কারামুক্ত
- সর্বশেষ আপডেট ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 18
ভেনেজুয়েলা সরকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের সময় কারাগারে থাকা ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানানো হয়। সম্প্রতি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে গেছে, যেখানে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় বিচার চলছে।
সোমবার কারা পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যারা সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গ এবং দেশের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার অভিযোগে কারাভোগ করছিল, তারা এই পদক্ষেপের মাধ্যমে মুক্তি পেয়েছেন। যদিও মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সরকারি হিসাবে ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, বাস্তব সংখ্যা আরও কম হতে পারে।





































