ভেদরগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 74
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবউল্লাহ কলেজের সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
মার্কেটটি স্থানীয় সাব্বির মাদবরের মালিকানাধীন। আগুন লাগার পর মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ইলেকট্রনিকসসহ প্রায় সবকিছুই নষ্ট হয়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নুর আলম দেওয়ানের কনফেকশনারি ও মুদি দোকান, রুহুল আমিনের টেইলার্স দোকান, সফি মাদবরের কনফেকশনারি দোকান, নাজমা বেগমের কনফেকশনারি দোকান, এরশাদ রাড়ির মুদি দোকান, পলাশ সরদারের ইন্টারনেট কন্ট্রোল রুম ও অন্যটি ছিল গোডাউন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, সাতটি দোকান মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
দোকান মালিক সাব্বির মাদবর বলেন, “দুপুরে ফোনে খবর পেয়ে এসে দেখি পুরো মার্কেট বিধ্বস্ত। দমকল চেষ্টা করলেও কিছুই বাঁচানো যায়নি। ভাড়াটিয়াদের সব শেষ হয়ে গেল।”

































