ভূমিকম্পে মিরপুর টেস্ট তিন মিনিট বন্ধ
- সর্বশেষ আপডেট ১১:৪১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 98
সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশ জুড়ে অনুভূত হওয়া ভূমিকম্পে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে মাটি, দালানকোঠা আর চারপাশ। হঠাৎ এই ঝাঁকুনিতে সাধারণ মানুষের মতোই আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলাধুলার অঙ্গনেও। অনেকে দৌড়ে রাস্তায় নেমে আসেন, কেউ আবার উঁচু ভবন থেকে দ্রুত নেমে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সেই অল্প সময়েই পুরো দেশ যেন থমকে দাঁড়ায়।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও এর ব্যতিক্রম ছিল না। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের খেলা চলাকালেই অনুভূত হয় ভূমিকম্প। সঙ্গে সঙ্গে দুই দলের ড্রেসিং রুম থেকে মাঠে থাকা খেলোয়াড়দের সতর্কতার সংকেত দেওয়া হয়। আম্পায়াররা খেলা বন্ধ করে দেন।
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স দ্রুত ড্রেসিংরুম থেকে বের হয়ে মাঠের বাইরে চলে যান। তবে মাঠে থাকা বাংলাদেশ দলের ১১ ফিল্ডার, আয়ারল্যান্ডের দুই ব্যাটার এবং দুই আম্পায়ার মাঠেই অবস্থান করেন—কারণ ভূমিকম্পের সময় খোলা জায়গা তুলনামূলক বেশি নিরাপদ।
এভাবে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। প্রায় ৩ মিনিট পর, সকাল ১০টা ৪১ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খেলা শুরু করা হয়।




































