ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা
- সর্বশেষ আপডেট ০২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 152
শক্তিশালী ভূমিকম্পের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণকে নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে রেসপন্স করছেন।
জনগণকে কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে হটলাইন ও সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে।
ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে কম্পনের উৎপত্তি হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
































