শিরোনাম
ভুল বক্তব্যের জন্য রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 60
রাজধানীর নয়াপল্টনে দেওয়া একটি বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে রিজভী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য হিসেবে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে ডাকসুর সাবেক ভিপির চা খাওয়ার একটি দৃশ্যও ভাইরাল হয়। পরবর্তীতে জানা যায়, এই দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন এবং এআই প্রযুক্তিতে তৈরি।
তিনি জানান, বিষয়গুলো যাচাই না করেই তিনি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় সেগুলো নিয়ে বক্তব্য দেন। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।































