ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

ভুলের পাশাপাশি সরকারের ভালো দিকও দেখতে হবে

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 131

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

সরকারের ভুলের পাশাপাশি ভালো দিকগুলোর দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “শুধু নেতিবাচক দিক না দেখে ভালো বিষয়গুলোও অন্তর্দৃষ্টিতে দেখতে হবে।”

সোমবার (৪ আগস্ট) সকালে এনবিআর ভবনে আয়োজিত বাজেট-পরবর্তী সেমিনারে তিনি এ কথা বলেন। এ সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ড. সালেহউদ্দিন বলেন, “অনেক অর্থনীতিবিদ আছেন যারা শুধু নেতিবাচক দিকই খোঁজেন। সরকারে ভুল থাকতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা সংশোধন সম্ভব।”

তিনি এনবিআরের সুনাম ধরে রাখার তাগিদ দেন এবং ডিজিটাল রিটার্ন ব্যবস্থার প্রশংসা করে বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতায় এটি সহায়ক হবে।”

অনুষ্ঠানে নতুন কর বছরের জন্য ই-রিটার্ন ব্যবস্থার উদ্বোধন করা হয়। এখন থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিল অনলাইনেই বাধ্যতামূলক হবে।

সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, এনবিআরের সদস্য মুবিনুল কবীর, বদিউল আলম চৌধুরী ও মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

ভুলের পাশাপাশি সরকারের ভালো দিকও দেখতে হবে

সর্বশেষ আপডেট ১২:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সরকারের ভুলের পাশাপাশি ভালো দিকগুলোর দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “শুধু নেতিবাচক দিক না দেখে ভালো বিষয়গুলোও অন্তর্দৃষ্টিতে দেখতে হবে।”

সোমবার (৪ আগস্ট) সকালে এনবিআর ভবনে আয়োজিত বাজেট-পরবর্তী সেমিনারে তিনি এ কথা বলেন। এ সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ড. সালেহউদ্দিন বলেন, “অনেক অর্থনীতিবিদ আছেন যারা শুধু নেতিবাচক দিকই খোঁজেন। সরকারে ভুল থাকতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা সংশোধন সম্ভব।”

তিনি এনবিআরের সুনাম ধরে রাখার তাগিদ দেন এবং ডিজিটাল রিটার্ন ব্যবস্থার প্রশংসা করে বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতায় এটি সহায়ক হবে।”

অনুষ্ঠানে নতুন কর বছরের জন্য ই-রিটার্ন ব্যবস্থার উদ্বোধন করা হয়। এখন থেকে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিল অনলাইনেই বাধ্যতামূলক হবে।

সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, এনবিআরের সদস্য মুবিনুল কবীর, বদিউল আলম চৌধুরী ও মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।