‘ভুয়া-ভুয়া’ বলায় বাংলাদেশি দর্শকদের প্রতি ক্ষুব্ধ স্যামি
- সর্বশেষ আপডেট ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 115
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হারের মুখে পড়লে গ্যালারি থেকে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান ভেসে আসে। লিটন দাস, জাকের আলীদের প্রতি রাগের প্রকাশ হিসেবে এই স্লোগান দিয়েছিলেন স্বাগতিক দর্শকরা। বিষয়টি মোটেই ভালো লাগেনি ক্যারিবীয় দলের কোচ ড্যারেন স্যামির। বাংলাদেশের সমর্থকদের প্রতি তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।
টানা দুই টি-টোয়েন্টি হারের পর আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর এক চেষ্টার মতো। কিন্তু দল কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ৫ উইকেটে হেরে বাংলাদেশ ধবলধোলাইয়ের লজ্জায় পড়েছে। খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে মর্মাহত হয়ে ভক্তরা এই স্লোগান দিয়েছেন।
স্যামি খেলোয়াড় হিসেবে অনেকবার বাংলাদেশে আসেছেন। তিনি দেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের ভালোভাবে জানেন। তাই ক্ষোভের পাশাপাশি তিনি বাংলাদেশি ভক্তদের প্রশংসাও করেছেন। তাঁর পরামর্শ, বাজে সময়ে সমর্থন দেওয়া উচিত।
স্যামি বলেন, “এদেশের দর্শকরা খুবই দারুণ। বাংলাদেশে এলেই তাদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না। এদেশের ভক্তরা সবসময় ভালোবাসা দেখান। তবে দর্শকরা ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করেছে, সেটা আমার পছন্দ হয়নি। আমি খেয়াল করেছি তারা ‘ভুয়া, ভুয়া’ বলছে। আমি জানি এর মানে কী। স্বাগতিক দলের দর্শক হিসেবে এমন আচরণ করা উচিত নয়। কারণ ক্রিকেটাররা মাঠে আসে সেরাটা দেওয়ার জন্য। তাদের সমর্থন করা উচিত।”
স্যামি মনে করেন, দর্শকদের আচরণ ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে। তিনি বলেন,
“এতোকিছুর পরও দর্শকদের প্রশংসা করতে হবে। তারা নিজেদের দলের ভালো দেখতে চায়। তবে ক্রিকেটাররা যত বেশি সমর্থন ও উৎসাহ পাবেন, তত ভালো করবে। অকারণে তাদের চাপ দেবেন না। তাই ভক্তদের বলব, ক্রিকেটারদের সঙ্গে সুন্দর আচরণ করুন।”



































