ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে সৌম্যের খেলা অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

সৌম্য সরকার

এশিয়া কাপের পরও দেশে ফিরে আসেনি বাংলাদেশ ক্রিকেট দল, কারণ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে দল। চোটের কারণে অধিনায়ক লিটন দাসের বদলে দলে ডাক পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তবে ভিসা জটিলতার কারণে তার আমিরাত যাত্রা পিছিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের মাত্র দুদিন বাকি থাকলেও সৌম্যের ভিসা এখনও পাননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, “তার ভিসা এখনও আসেনি। আমরা আশা করেছিলাম আজই আসবে, কিন্তু এখন আরও সময় লাগতে পারে। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে, তাই বলা যাচ্ছে না যে তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা।”

ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে সৌম্যের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, পিঠের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচ না খাওয়া লিটন দাস দুবাইয়ে অবস্থান করছেন। ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। ফেসবুকে এশিয়া কাপে দলের ব্যর্থতার জন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। ৮, ১১ ও ১৪ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে সৌম্যের খেলা অনিশ্চিত

সর্বশেষ আপডেট ০৫:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের পরও দেশে ফিরে আসেনি বাংলাদেশ ক্রিকেট দল, কারণ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে দল। চোটের কারণে অধিনায়ক লিটন দাসের বদলে দলে ডাক পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তবে ভিসা জটিলতার কারণে তার আমিরাত যাত্রা পিছিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের মাত্র দুদিন বাকি থাকলেও সৌম্যের ভিসা এখনও পাননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, “তার ভিসা এখনও আসেনি। আমরা আশা করেছিলাম আজই আসবে, কিন্তু এখন আরও সময় লাগতে পারে। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে, তাই বলা যাচ্ছে না যে তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা।”

ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে সৌম্যের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, পিঠের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচ না খাওয়া লিটন দাস দুবাইয়ে অবস্থান করছেন। ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। ফেসবুকে এশিয়া কাপে দলের ব্যর্থতার জন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। ৮, ১১ ও ১৪ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবিতে।