ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভালো ব্যবহার করায় মানুষ পুলিশকে নিষ্ক্রিয় ভাবছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 149

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, “ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল নয়।”

রবিবার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশন যখন নির্বাচনের সময় ঘোষণা করবে, তখনকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। সরকার এখন এমন পুলিশ চায় না, যারা বাড়িতে হানা দেয় বা লাথি মারে। সরকার চায় মানবিক পুলিশ। এখন পুলিশের আচরণে মানবিকতা এসেছে। তাই অনেকেই মনে করেন তারা নিষ্ক্রিয়। বাস্তবতা হলো, এখনকার পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্রিয়।”

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি ভারতকে জানানো হয়েছে। ভারতের হাইকমিশনারকেও বিষয়টি অবহিত করা হয়েছে। যদি আমাদের কোনো নাগরিক ভারতের অভ্যন্তরে অবস্থান করে, তাহলে তাকে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে পাঠালে আমরা গ্রহণ করব। কিন্তু জঙ্গল বা নদীর মধ্য দিয়ে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না।”

সম্প্রতি র‍্যাবের পোশাকে সংঘটিত ডাকাতির বিষয়ে তিনি বলেন, “এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এ ঘটনায় সরকার সর্বোচ্চ সতর্ক। যারা জড়িত, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভালো ব্যবহার করায় মানুষ পুলিশকে নিষ্ক্রিয় ভাবছে

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, “ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল নয়।”

রবিবার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশন যখন নির্বাচনের সময় ঘোষণা করবে, তখনকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। সরকার এখন এমন পুলিশ চায় না, যারা বাড়িতে হানা দেয় বা লাথি মারে। সরকার চায় মানবিক পুলিশ। এখন পুলিশের আচরণে মানবিকতা এসেছে। তাই অনেকেই মনে করেন তারা নিষ্ক্রিয়। বাস্তবতা হলো, এখনকার পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্রিয়।”

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি ভারতকে জানানো হয়েছে। ভারতের হাইকমিশনারকেও বিষয়টি অবহিত করা হয়েছে। যদি আমাদের কোনো নাগরিক ভারতের অভ্যন্তরে অবস্থান করে, তাহলে তাকে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে পাঠালে আমরা গ্রহণ করব। কিন্তু জঙ্গল বা নদীর মধ্য দিয়ে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না।”

সম্প্রতি র‍্যাবের পোশাকে সংঘটিত ডাকাতির বিষয়ে তিনি বলেন, “এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এ ঘটনায় সরকার সর্বোচ্চ সতর্ক। যারা জড়িত, তাদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।”