ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সফরে আসছেন আফগান বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 77

ভারত সফরে আসছেন আফগান বাণিজ্যমন্ত্রী

আফগান সরকারের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি পাঁচ দিনের সফরে ভারতের নতুন দিল্লিতে পৌঁছাবেন। তার এই সফর বুধবার (১৯ নভেম্বর) শুরু হবে। গত মাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কির ভারতের সফরের পর আজিজির এই সফর দুই দেশের মধ্যে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে অন্যতম উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য পরিবর্তিত হয়েছে—ভারত থেকে আমদানি কমেছে, আর আফগানিস্তান থেকে রপ্তানি বেড়েছে। বর্তমানে আফগানিস্তান ভারতের বাজারে তুলনায় অনেক বেশি পণ্য পাঠাচ্ছে।

ভারতের সরকারি সূত্রে জানানো হয়েছে, ৫ দিনের এই সফরে আফগান বাণিজ্যমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির এবং সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।

২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তান থেকে ভারত যে পণ্যগুলো আমদানি করেছে, তার মধ্যে রয়েছে— ডুমুর, হিং (একপ্রকার মসলা), কিশমিশ, আপেল, রসুন, জাফরান, মৌরি, অ্যালমন্ড, অ্যাপ্রিকট, পেঁয়াজ, বেদানা এবং কাঠবাদাম।

প্রসঙ্গত, দীর্ঘদিন আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল পাকিস্তান। প্রতিবেশী দেশের সঙ্গে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ১৭০ কোটি ডলারেরও বেশি। পাকিস্তান থেকে আফগানিস্তান নিয়মিত কৃষিজ, জ্বালানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করত, আবার আফগানিস্তান থেকেও পাকিস্তান ফল, শাকসবজি, মসলা ও অন্যান্য কৃষিপণ্য আমদানি করত।

তবে সাম্প্রতিক বছরগুলোতে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে কেন্দ্র করে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপির নেতা ও কর্মীদের আশ্রয়, প্রশিক্ষণ ও অর্থসংস্থান দিচ্ছে, যা কাবুল বরাবরই অস্বীকার করে আসছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারত সফরে আসছেন আফগান বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

আফগান সরকারের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি পাঁচ দিনের সফরে ভারতের নতুন দিল্লিতে পৌঁছাবেন। তার এই সফর বুধবার (১৯ নভেম্বর) শুরু হবে। গত মাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কির ভারতের সফরের পর আজিজির এই সফর দুই দেশের মধ্যে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে অন্যতম উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য পরিবর্তিত হয়েছে—ভারত থেকে আমদানি কমেছে, আর আফগানিস্তান থেকে রপ্তানি বেড়েছে। বর্তমানে আফগানিস্তান ভারতের বাজারে তুলনায় অনেক বেশি পণ্য পাঠাচ্ছে।

ভারতের সরকারি সূত্রে জানানো হয়েছে, ৫ দিনের এই সফরে আফগান বাণিজ্যমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির এবং সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।

২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তান থেকে ভারত যে পণ্যগুলো আমদানি করেছে, তার মধ্যে রয়েছে— ডুমুর, হিং (একপ্রকার মসলা), কিশমিশ, আপেল, রসুন, জাফরান, মৌরি, অ্যালমন্ড, অ্যাপ্রিকট, পেঁয়াজ, বেদানা এবং কাঠবাদাম।

প্রসঙ্গত, দীর্ঘদিন আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল পাকিস্তান। প্রতিবেশী দেশের সঙ্গে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ১৭০ কোটি ডলারেরও বেশি। পাকিস্তান থেকে আফগানিস্তান নিয়মিত কৃষিজ, জ্বালানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করত, আবার আফগানিস্তান থেকেও পাকিস্তান ফল, শাকসবজি, মসলা ও অন্যান্য কৃষিপণ্য আমদানি করত।

তবে সাম্প্রতিক বছরগুলোতে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে কেন্দ্র করে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার টিটিপির নেতা ও কর্মীদের আশ্রয়, প্রশিক্ষণ ও অর্থসংস্থান দিচ্ছে, যা কাবুল বরাবরই অস্বীকার করে আসছে।