ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১০:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 94
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্রাম্প তাকে একজন “মহান ব্যক্তি” এবং “বন্ধু” হিসেবে উল্লেখ করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগের অংশ হিসেবেই এই সফর হতে পারে।
ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দারুণ আলোচনা হয়েছে। তিনি রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। তিনি আমার বন্ধু এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি সেখানে (ভারত) যাই। আমরা বিষয়টি ঠিক করব এবং আমি যাবো।”
ট্রাম্প আরও যোগ করেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান মানুষ, এবং আমি সেখানে যাচ্ছি।”
এক সাংবাদিকের প্রশ্নে—আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা—তার জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, এটা হতে পারে।”
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভারতের ওপর উচ্চ শুল্কারোপের কারণে দুই দেশের সম্পর্ক কিছুটা জটিল অবস্থায় পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, ট্রাম্প কোয়াড সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন না।
তবে এখন ট্রাম্পের মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে তার সম্ভাব্য ভারত সফর। বিশ্লেষকদের মতে, এই সফর হলে তা দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েন নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
































