ঢাকার পদক্ষেপ সাময়িক না দীর্ঘমেয়াদি- দেখছে নয়াদিল্লি
- সর্বশেষ আপডেট ০৭:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 36
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, কোনো ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে সব ধরনের যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, তিন বাহিনীর পক্ষ থেকেই নিয়মিত ও বহুমুখী সংযোগ বজায় রাখা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার ও তাদের পদক্ষেপ আমাদের কাছে বোঝা গুরুত্বপূর্ণ। আমরা দেখছি, তা দীর্ঘমেয়াদি নাকি সাময়িক। সেই অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া প্রয়োজন হবে কি না।”
জেনারেল দ্বিবেদী আরও জানান, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। একইভাবে নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তিনি বলেন, “এর উদ্দেশ্য হলো কোনো ধরনের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি না হওয়া। এই মুহূর্তে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা ভারতের বিরুদ্ধে নয়। সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
































