ভারত থেকে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীকে হত্যার হুমকি
- সর্বশেষ আপডেট ০৫:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 80
খুলনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী ভারতের নাগরিক শিপন কুমার বসুর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং জীবননাশের হুমকির অভিযোগ তুলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
কৃষ্ণ নন্দী সংবাদ সম্মেলনে শিপন বসুকে ‘ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত শিপন বসু তার ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে একাধিকবার ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেছেন এবং জীবননাশের হুমকি দিয়েছেন। এছাড়া তাকে হিন্দু হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামীতে যোগ দেওয়াকে নিয়ে প্রশ্ন তুলেছে।
প্রার্থী কৃষ্ণ নন্দীর মতে, এই কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো ধর্মীয় অনুভূতি উসকে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। তিনি আরও বলেন, তার জনপ্রিয়তা ও মনোনয়ন গ্রহণকে সহ্য করতে না পেরে একটি চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১ ডিসেম্বর খুলনা বিভাগের আট দলীয় সম্মেলনে জামায়াতের আমির ড. শফিকুর রহমান তাকে খুলনা-১ আসনের প্রার্থী ঘোষণা করার পর থেকেই সংগঠিত মহল অপপ্রচার শুরু করেছে। কৃষ্ণ নন্দী বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব নাগরিককে মূল্য দেয় এবং তার মনোনয়ন সেই নীতি প্রমাণ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ আবু ইউসুফ, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশরাফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলা সনাতনী কমিটির সভাপতি হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
































