ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মার্কিন পণ্য বর্জনের ডাক মোদির

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। রোববার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, “আমরা প্রতিদিন যে অনেক জিনিস ব্যবহার করি, সেগুলো বিদেশি পণ্য। এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে। দেশকে আত্মনির্ভর করতে হলে অবশ্যই দেশীয় পণ্য কিনতে হবে।”

 

মোদি তাঁর সমর্থকদের সঙ্গে মিলে “স্বদেশি” বা দেশীয় পণ্য ব্যবহারের প্রচারণা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে সমর্থকরা মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন, যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো জনপ্রিয় নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজনের মাধ্যমেও এসব পণ্য ভারতের গ্রাম-শহরে ছড়িয়ে পড়েছে।

 

এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

 

মোদি বলেন, স্থানীয় পণ্য কেনা শুধু আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে নেবে না, বরং দেশের অর্থনীতিকেও চাঙা করবে। তিনি দোকানদারদেরও আহ্বান জানান স্থানীয় পণ্যের প্রতি গুরুত্ব দিতে।

 

এদিকে সোমবার থেকে ভারতের ভোক্তা কর কমানোর নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর আগে দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে সরকার ও ব্যবসায়ীরা দেশীয় ব্র্যান্ডের প্রচারণা বাড়িয়ে দিয়েছে।

 

এমন এক প্রেক্ষাপটে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন বলে জানা গেছে। এ সফরে দুই দেশের টানাপোড়েন কমিয়ে নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

বিশ্লেষকদের মতে, মোদির এই ডাক দেশের অভ্যন্তরে জনপ্রিয় হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভারতের ১৪০ কোটি মানুষের বাজারে বিদেশি কোম্পানিগুলোর গভীর শিকড় থাকায় এই প্রচারণার বাস্তব প্রভাব নিয়ে প্রশ্নও উঠেছে।

তথ্য সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে মার্কিন পণ্য বর্জনের ডাক মোদির

সর্বশেষ আপডেট ০৭:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। রোববার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, “আমরা প্রতিদিন যে অনেক জিনিস ব্যবহার করি, সেগুলো বিদেশি পণ্য। এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে। দেশকে আত্মনির্ভর করতে হলে অবশ্যই দেশীয় পণ্য কিনতে হবে।”

 

মোদি তাঁর সমর্থকদের সঙ্গে মিলে “স্বদেশি” বা দেশীয় পণ্য ব্যবহারের প্রচারণা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে সমর্থকরা মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন, যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো জনপ্রিয় নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন খুচরা বিক্রেতা অ্যামাজনের মাধ্যমেও এসব পণ্য ভারতের গ্রাম-শহরে ছড়িয়ে পড়েছে।

 

এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

 

মোদি বলেন, স্থানীয় পণ্য কেনা শুধু আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে নেবে না, বরং দেশের অর্থনীতিকেও চাঙা করবে। তিনি দোকানদারদেরও আহ্বান জানান স্থানীয় পণ্যের প্রতি গুরুত্ব দিতে।

 

এদিকে সোমবার থেকে ভারতের ভোক্তা কর কমানোর নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর আগে দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে সরকার ও ব্যবসায়ীরা দেশীয় ব্র্যান্ডের প্রচারণা বাড়িয়ে দিয়েছে।

 

এমন এক প্রেক্ষাপটে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন বলে জানা গেছে। এ সফরে দুই দেশের টানাপোড়েন কমিয়ে নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

বিশ্লেষকদের মতে, মোদির এই ডাক দেশের অভ্যন্তরে জনপ্রিয় হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভারতের ১৪০ কোটি মানুষের বাজারে বিদেশি কোম্পানিগুলোর গভীর শিকড় থাকায় এই প্রচারণার বাস্তব প্রভাব নিয়ে প্রশ্নও উঠেছে।

তথ্য সূত্র: রয়টার্স