ভারতে পাহাড়ধসে বাস চাপা, নিহত ১৮
- সর্বশেষ আপডেট ১২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 67
ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটের ভাল্লু সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও যাত্রী ভেতরে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
উদ্ধার কর্মীরা জানায়, গতকাল রাত থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিন জন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উদ্ধারকাজে সহায়তাকারী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সোমবার থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ অন্যান্য নেতারা।































