ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 262

পুশইন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্প্রতি অন্তত ১২২ জন রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পুশইন করেছে, যাদের মধ্যে ৪৮ জন ভারতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর কাছে নিবন্ধিত ছিলেন। আজ (১২ জুন) ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রধান শিরোনামে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় জানিয়েছে, বিএসএফের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করা অন্তত ১১৭ জন রোহিঙ্গাকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ৪৩ জন ইউএনএইচসিআর-এর নিবন্ধিত বলে নিশ্চিত হওয়া গেছে। এদেরকে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গত ২৫ মে’র মধ্যে শনাক্ত করা হয়।

সম্প্রতি, গত ১০ জুন টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আরও পাঁচজন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়, যারা আগেও ভারতে ইউএনএইচসিআর-এর কাছ থেকে শরণার্থী নিবন্ধন পেয়েছিলেন। আরআরআরসি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাদের শনাক্ত করা হয়।

আরআরআরসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই পাঁচজনকে গত ৪ জুন ভারতের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ৭ মে থেকে শুরু করে ১০ জুন পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে এই পুশ ইন কার্যক্রম চলেছে।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “এক দেশে শরণার্থী হিসেবে নিবন্ধিত কাউকে তৃতীয় দেশে পুশ ইন করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভারতীয় আইনের আওতাতেও এটি বৈধ নয়। বাংলাদেশ ও ভারতের মানবাধিকার সংস্থাগুলোর এই বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন

সর্বশেষ আপডেট ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্প্রতি অন্তত ১২২ জন রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে পুশইন করেছে, যাদের মধ্যে ৪৮ জন ভারতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর কাছে নিবন্ধিত ছিলেন। আজ (১২ জুন) ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রধান শিরোনামে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় জানিয়েছে, বিএসএফের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করা অন্তত ১১৭ জন রোহিঙ্গাকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ৪৩ জন ইউএনএইচসিআর-এর নিবন্ধিত বলে নিশ্চিত হওয়া গেছে। এদেরকে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গত ২৫ মে’র মধ্যে শনাক্ত করা হয়।

সম্প্রতি, গত ১০ জুন টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আরও পাঁচজন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়, যারা আগেও ভারতে ইউএনএইচসিআর-এর কাছ থেকে শরণার্থী নিবন্ধন পেয়েছিলেন। আরআরআরসি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাদের শনাক্ত করা হয়।

আরআরআরসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই পাঁচজনকে গত ৪ জুন ভারতের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ৭ মে থেকে শুরু করে ১০ জুন পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে এই পুশ ইন কার্যক্রম চলেছে।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “এক দেশে শরণার্থী হিসেবে নিবন্ধিত কাউকে তৃতীয় দেশে পুশ ইন করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। ভারতীয় আইনের আওতাতেও এটি বৈধ নয়। বাংলাদেশ ও ভারতের মানবাধিকার সংস্থাগুলোর এই বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।”