ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭ বন্যহাতির

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 89

বন্যহাতি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার ভোরে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় সাতটি বন্য এশিয়াটিক হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হাতিশাবক আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় হাতির একটি দল রেললাইন পার হচ্ছিল।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানান, ট্রেনটির চালক সামনে বিশাল হাতির পাল দেখতে পেয়ে দ্রুত জরুরি ব্রেক প্রয়োগ করেন। তবে উচ্চগতির কারণে ট্রেনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং হাতির দলের সঙ্গে সংঘর্ষ ঘটে। তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ১০০টির মতো হাতি ছিল।

সংঘর্ষের পর ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটির প্রায় ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি বনাঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলের রেলপথ দিয়ে হাতির চলাচল নতুন নয়। যদিও ভারতীয় রেলওয়ে জানিয়েছে, ঘটনাস্থলটি সরকারিভাবে চিহ্নিত কোনো হাতির করিডোরের অন্তর্ভুক্ত নয়।

মায়ানমার সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের সাইরাং থেকে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৬৫০ জন যাত্রী নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছিল।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, যেসব বগি লাইনচ্যুত হয়নি, সেগুলো নিয়েই ট্রেনটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লাইনচ্যুত বগিগুলো থেকে প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে করে গুয়াহাটিতে পাঠানো হয়।

এদিকে নিহত হাতিগুলোর ময়নাতদন্ত শুরু করেছেন পশুচিকিৎসকরা। পরীক্ষা শেষে তাদের যথাযথভাবে সমাহিত করা হবে।

উল্লেখ্য, আসামে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় বন্যহাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। এই রাজ্যে আনুমানিক সাত হাজার এশিয়াটিক হাতির বসবাস। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালের পর থেকে রাজ্যজুড়ে ট্রেন দুর্ঘটনায় অন্তত এক ডজনের বেশি হাতির মৃত্যু হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭ বন্যহাতির

সর্বশেষ আপডেট ০৬:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শনিবার ভোরে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় সাতটি বন্য এশিয়াটিক হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হাতিশাবক আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় হাতির একটি দল রেললাইন পার হচ্ছিল।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানান, ট্রেনটির চালক সামনে বিশাল হাতির পাল দেখতে পেয়ে দ্রুত জরুরি ব্রেক প্রয়োগ করেন। তবে উচ্চগতির কারণে ট্রেনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং হাতির দলের সঙ্গে সংঘর্ষ ঘটে। তার ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ১০০টির মতো হাতি ছিল।

সংঘর্ষের পর ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটির প্রায় ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি বনাঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলের রেলপথ দিয়ে হাতির চলাচল নতুন নয়। যদিও ভারতীয় রেলওয়ে জানিয়েছে, ঘটনাস্থলটি সরকারিভাবে চিহ্নিত কোনো হাতির করিডোরের অন্তর্ভুক্ত নয়।

মায়ানমার সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের সাইরাং থেকে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৬৫০ জন যাত্রী নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছিল।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, যেসব বগি লাইনচ্যুত হয়নি, সেগুলো নিয়েই ট্রেনটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লাইনচ্যুত বগিগুলো থেকে প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে করে গুয়াহাটিতে পাঠানো হয়।

এদিকে নিহত হাতিগুলোর ময়নাতদন্ত শুরু করেছেন পশুচিকিৎসকরা। পরীক্ষা শেষে তাদের যথাযথভাবে সমাহিত করা হবে।

উল্লেখ্য, আসামে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় বন্যহাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। এই রাজ্যে আনুমানিক সাত হাজার এশিয়াটিক হাতির বসবাস। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালের পর থেকে রাজ্যজুড়ে ট্রেন দুর্ঘটনায় অন্তত এক ডজনের বেশি হাতির মৃত্যু হয়েছে।