ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 333

ভারতের সঙ্গে সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘পুনর্বিন্যাসের’ (রি-অ্যাডজাস্টমেন্ট) পর্যায়ে রয়েছে। তিনি জানান, এটি কোনোভাবেই শীতল সম্পর্ক নয়। বরং নতুন বাস্তবতায় উভয় দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি ধাপ অতিক্রম করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক শীতল—আমি সেটা বলছি না। আমরা বলছি, এটা পুনর্বিন্যাসের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের কোনো স্বদিচ্ছার ঘাটতি নেই।”

তিনি আরও বলেন, “আমরা স্বীকার করি, আগের সরকারের সময় ভারত-বাংলাদেশের মধ্যে যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বর্তমান সরকারের সঙ্গে সেই সম্পর্কটি এখনও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই একে পুনর্বিন্যাস বলছি।”

ভারতের সঙ্গে ঠিক কোন ক্ষেত্রগুলোতে এই পুনর্বিন্যাস চলছে—রাজনৈতিক, অর্থনৈতিক না কি যোগাযোগ—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “সম্পর্ক তো সবকিছু মিলিয়েই গঠিত হয়।”

মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে আমাদের সংঘাত নেই, প্রধান সমস্যা একটাই—রোহিঙ্গা সংকট। এই সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়া। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে একমত, বাস্তবে আমরা এখনও তা বাস্তবায়ন করতে পারিনি।”

তিনি আশা প্রকাশ করেন, “আগামী দিনগুলোতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ কার্যকর উদ্যোগ নিতে পারবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতের সঙ্গে সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ১০:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘পুনর্বিন্যাসের’ (রি-অ্যাডজাস্টমেন্ট) পর্যায়ে রয়েছে। তিনি জানান, এটি কোনোভাবেই শীতল সম্পর্ক নয়। বরং নতুন বাস্তবতায় উভয় দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি ধাপ অতিক্রম করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক শীতল—আমি সেটা বলছি না। আমরা বলছি, এটা পুনর্বিন্যাসের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের কোনো স্বদিচ্ছার ঘাটতি নেই।”

তিনি আরও বলেন, “আমরা স্বীকার করি, আগের সরকারের সময় ভারত-বাংলাদেশের মধ্যে যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বর্তমান সরকারের সঙ্গে সেই সম্পর্কটি এখনও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই একে পুনর্বিন্যাস বলছি।”

ভারতের সঙ্গে ঠিক কোন ক্ষেত্রগুলোতে এই পুনর্বিন্যাস চলছে—রাজনৈতিক, অর্থনৈতিক না কি যোগাযোগ—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “সম্পর্ক তো সবকিছু মিলিয়েই গঠিত হয়।”

মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে আমাদের সংঘাত নেই, প্রধান সমস্যা একটাই—রোহিঙ্গা সংকট। এই সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়া। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে একমত, বাস্তবে আমরা এখনও তা বাস্তবায়ন করতে পারিনি।”

তিনি আশা প্রকাশ করেন, “আগামী দিনগুলোতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ কার্যকর উদ্যোগ নিতে পারবে।”