ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বললেন রাহুল গান্ধী

ভারতের অর্থনীতি মৃত, বিজেপিই দায়ী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 196

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের অর্থনীতি ‘মৃত’। ট্রাম্প এই সত্যটিকে শনাক্ত করতে পেরেছেন। তিনি বলেন, ‘আপনারা দ্বিধায় আছেন? সারা পৃথিবী জানে, বিজেপি ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে। কীভাবে? আদানিকে সহায়তা করে।’

বৃহস্পতিবার টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, দেশটির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাহুল এই মন্তব্য করেন।

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনাকে আঘাত করতে পারে। স্থানীয় সময় বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ১ আগস্ট (আজ) থেকে ভারতের ওপর এ জরিমানা কার্যকর হবে। এমন এক সময় ট্রাম্প এই ঘোষণা দিলেন, যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক।

রেটিং এজেন্সি ইক্রা-র প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ও জরিমানা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। এটি ভারতের জিডিপি প্রবৃদ্ধির জন্য বাধা সৃষ্টি করতে পারে। ক্ষতির পরিমাণ নির্ভর করবে আরোপিত জরিমানার আকারের ওপর।’
শুল্ক বৃদ্ধির প্রতিকূল প্রভাবের কারণে ইক্রা আগেই এ অর্থবছরের জন্য ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ শতাংশ করেছে।

কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি করতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়। দিল্লি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বোরবন হুইস্কি ও মোটরসাইকেলের মতো পণ্যে শুল্ক কমায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৪ হাজার ৫০০ কোটি ডলার। ট্রাম্পের নজর মূলত এই ঘাটতি কমানোর দিকেই।

ট্রাম্পের শুল্ক ঘোষণায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও শিল্প খাত-সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের শিল্প খাতের সংগঠন এফআইসিসিআই-এর প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগারওয়াল একে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এ শুল্ক স্পষ্টভাবে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বললেন রাহুল গান্ধী

ভারতের অর্থনীতি মৃত, বিজেপিই দায়ী

সর্বশেষ আপডেট ১২:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের অর্থনীতি ‘মৃত’। ট্রাম্প এই সত্যটিকে শনাক্ত করতে পেরেছেন। তিনি বলেন, ‘আপনারা দ্বিধায় আছেন? সারা পৃথিবী জানে, বিজেপি ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে। কীভাবে? আদানিকে সহায়তা করে।’

বৃহস্পতিবার টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, দেশটির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাহুল এই মন্তব্য করেন।

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনাকে আঘাত করতে পারে। স্থানীয় সময় বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ১ আগস্ট (আজ) থেকে ভারতের ওপর এ জরিমানা কার্যকর হবে। এমন এক সময় ট্রাম্প এই ঘোষণা দিলেন, যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক।

রেটিং এজেন্সি ইক্রা-র প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ও জরিমানা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। এটি ভারতের জিডিপি প্রবৃদ্ধির জন্য বাধা সৃষ্টি করতে পারে। ক্ষতির পরিমাণ নির্ভর করবে আরোপিত জরিমানার আকারের ওপর।’
শুল্ক বৃদ্ধির প্রতিকূল প্রভাবের কারণে ইক্রা আগেই এ অর্থবছরের জন্য ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ শতাংশ করেছে।

কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি করতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়। দিল্লি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বোরবন হুইস্কি ও মোটরসাইকেলের মতো পণ্যে শুল্ক কমায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৪ হাজার ৫০০ কোটি ডলার। ট্রাম্পের নজর মূলত এই ঘাটতি কমানোর দিকেই।

ট্রাম্পের শুল্ক ঘোষণায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও শিল্প খাত-সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের শিল্প খাতের সংগঠন এফআইসিসিআই-এর প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগারওয়াল একে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এ শুল্ক স্পষ্টভাবে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে।