ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতেরই ২ ভেন্যু ভাবনায় আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 45

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন অবস্থানগত লড়াইয়ে আটকে আছে।

টুর্নামেন্ট শুরু হতে এখন মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি। কিন্তু বাংলাদেশ ভারত গিয়ে নির্ধারিত ম্যাচ খেলবে কি না-সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বিসিবি চায়, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এ দাবিতে আইসিসি একাধিকবার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বিসিবি। তবে আইসিসির অবস্থান ভিন্ন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।

এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের সহ-আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে দ্রুতগতির বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। এর পরই বাংলাদেশ ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতেরই ২ ভেন্যু ভাবনায় আইসিসি

সর্বশেষ আপডেট ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন অবস্থানগত লড়াইয়ে আটকে আছে।

টুর্নামেন্ট শুরু হতে এখন মাত্র তিন সপ্তাহের একটু বেশি সময় বাকি। কিন্তু বাংলাদেশ ভারত গিয়ে নির্ধারিত ম্যাচ খেলবে কি না-সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বিসিবি চায়, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এ দাবিতে আইসিসি একাধিকবার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বিসিবি। তবে আইসিসির অবস্থান ভিন্ন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে, তবে সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম।

এ ক্ষেত্রে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের সহ-আয়োজক আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। দুই সংস্থাই বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

এরই মধ্যে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে দ্রুতগতির বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। এর পরই বাংলাদেশ ভারত সফর নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।