ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাবিকে জোরপূর্বক ধর্ষণ, কিশোর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 340

ভাবিকে জোরপূর্বক ধর্ষণ, কিশোর কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে ভাবিকে ধর্ষণের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার (০৭ জুলাই) উপজেলার শিলাইদহ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই কিশোরের নাম নাইম।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোর ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। গত সোমবার রাতে অভিযুক্তের বড় ভাই বালুরর নৌকার কাজে যায়। এ সময় রাতে ওই গৃহবধূ ঘরে একা ছিলেন। এই সুযোগে নাইম ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার দেড় বছরের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে দেবর আমাকে ধর্ষণ করেছে। আমি বিষয়টি স্বামীকে জানায়। কোন বিচার না পেয়ে আমি বাবাকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেছি।

পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয় একদল ব্যক্তি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু শেষ পর্যন্ত আশ্বাসে আস্থা না রেখে গৃহবধূ বাবার সঙ্গে থানায় গিয়ে মামলা করেন। আগেও কয়েকবার অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এ বিষয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভাবিকে জোরপূর্বক ধর্ষণ, কিশোর কারাগারে

সর্বশেষ আপডেট ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে ভাবিকে ধর্ষণের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার (০৭ জুলাই) উপজেলার শিলাইদহ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই কিশোরের নাম নাইম।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোর ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। গত সোমবার রাতে অভিযুক্তের বড় ভাই বালুরর নৌকার কাজে যায়। এ সময় রাতে ওই গৃহবধূ ঘরে একা ছিলেন। এই সুযোগে নাইম ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার দেড় বছরের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে দেবর আমাকে ধর্ষণ করেছে। আমি বিষয়টি স্বামীকে জানায়। কোন বিচার না পেয়ে আমি বাবাকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেছি।

পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয় একদল ব্যক্তি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু শেষ পর্যন্ত আশ্বাসে আস্থা না রেখে গৃহবধূ বাবার সঙ্গে থানায় গিয়ে মামলা করেন। আগেও কয়েকবার অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এ বিষয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে।