ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১২:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 121

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী পরিবহন ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রতিবাদকারীরা ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়ায় ব্যারিকেড বসান। ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও ট্রাক মহাসড়কে আটকা পড়ে যায় এবং যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহান।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ
ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রতিবাদকারীরা দাবি করেন, স্বাধীনতার পর থেকে এসব ইউনিয়ন ভাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত। তাই জীবন থাকতে তারা নগরকান্দায় যেতে দেবেন না। তাদের বক্তব্য, ইউনিয়নগুলো ভাঙ্গার সঙ্গেই থাকতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত।

এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়ে সতর্ক বার্তাও দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু অবরোধকারীরা সরে যাচ্ছেন না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ১২:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পণ্যবাহী পরিবহন ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রতিবাদকারীরা ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়ায় ব্যারিকেড বসান। ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও ট্রাক মহাসড়কে আটকা পড়ে যায় এবং যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহান।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ
ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রতিবাদকারীরা দাবি করেন, স্বাধীনতার পর থেকে এসব ইউনিয়ন ভাঙ্গা উপজেলার অন্তর্ভুক্ত। তাই জীবন থাকতে তারা নগরকান্দায় যেতে দেবেন না। তাদের বক্তব্য, ইউনিয়নগুলো ভাঙ্গার সঙ্গেই থাকতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত।

এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়ে সতর্ক বার্তাও দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু অবরোধকারীরা সরে যাচ্ছেন না।”