ভাঙ্গা থানা-উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন
- সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 157
আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। তারা উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করেছেন। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতার ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করা ও ছবি তুলতে বাধা দেন।
আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় ভাঙচুর চালিয়েছেন। অগ্নিসংযোগ করেছেন উপজেলা অফিসার্স ক্লাবে।
ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছেন হেঁটে, কেউ আসছেন ভ্যান-নসিমনে, কেউ আসছেন মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়কসহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ, থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।



































