ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় অবরোধে স্থবির রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

ফরিদপুর রেলওয়ে স্টেশন

ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় শুরু হয়েছে টানা তিন দিনের সড়ক ও রেল অবরোধ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরুর পর ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল ও সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

এর আগে শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

ইউনিয়নবাসীর অভিযোগ
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া জানান, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে অযৌক্তিকভাবে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করেছে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গণতান্ত্রিক নয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আমরা রাজপথে রয়েছি। দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ইতোমধ্যেই মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অথচ নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।”

তার দাবি, ভৌগোলিকভাবে নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গা থেকে অনেক দূরে এবং দুই ইউনিয়নের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক যোগসূত্র নেই। এমন সিদ্ধান্ত স্থানীয় জনপদের জন্য মারাত্মক সংকট তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অবরোধ কর্মসূচি
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। অবরোধের স্থানগুলো হলো—

ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড

হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড

চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট

হামিরদী ইউনিয়নের মাধবপুর, হামিরদী ও পুখুরিয়া বাসস্ট্যান্ড

রেলপথের পুখুরিয়া রেল ক্রসিং।

পরবর্তী কর্মসূচি
তিন দিনের অবরোধ শেষে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান এবং পরবর্তীতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

চেয়ারম্যান সিদ্দিক মিয়া বলেন, “আমাদের দাবি স্পষ্ট—আলগী ও হামিরদী ইউনিয়নকে ভাঙ্গা উপজেলাতেই রাখতে হবে। না হলে এ আন্দোলন আরও বেগবান হবে।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভাঙ্গায় অবরোধে স্থবির রেল যোগাযোগ

সর্বশেষ আপডেট ১১:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় শুরু হয়েছে টানা তিন দিনের সড়ক ও রেল অবরোধ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরুর পর ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল ও সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

এর আগে শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

ইউনিয়নবাসীর অভিযোগ
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া জানান, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে অযৌক্তিকভাবে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করেছে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত গণতান্ত্রিক নয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আমরা রাজপথে রয়েছি। দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ইতোমধ্যেই মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অথচ নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।”

তার দাবি, ভৌগোলিকভাবে নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গা থেকে অনেক দূরে এবং দুই ইউনিয়নের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক যোগসূত্র নেই। এমন সিদ্ধান্ত স্থানীয় জনপদের জন্য মারাত্মক সংকট তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অবরোধ কর্মসূচি
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। অবরোধের স্থানগুলো হলো—

ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড

হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড

চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট

হামিরদী ইউনিয়নের মাধবপুর, হামিরদী ও পুখুরিয়া বাসস্ট্যান্ড

রেলপথের পুখুরিয়া রেল ক্রসিং।

পরবর্তী কর্মসূচি
তিন দিনের অবরোধ শেষে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান এবং পরবর্তীতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

চেয়ারম্যান সিদ্দিক মিয়া বলেন, “আমাদের দাবি স্পষ্ট—আলগী ও হামিরদী ইউনিয়নকে ভাঙ্গা উপজেলাতেই রাখতে হবে। না হলে এ আন্দোলন আরও বেগবান হবে।”