স্বরাষ্ট্র উপদেষ্টা
ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে
- সর্বশেষ আপডেট ০১:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 58
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতে দেশের দুর্যোগ ও নগর সমস্যা মোকাবিলায় বিল্ডিং কোড মেনে নির্মাণের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, ‘বিল্ডিং কোড মানা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জলাশয় ভরাট ও শহরের খোলা মাঠের অভাব নগরের দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা কমিয়ে দিয়েছে। তাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)কে এই বিষয়ে সজাগ ও সক্রিয় থাকতে হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত করেছেন যে, নির্বাচনের আগে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। তিনি বলেন, ‘আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। তবে নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বেড়ে যাবে।’
এছাড়া ভূমিকম্প সংক্রান্ত সতর্কতাও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। আর্লি ওয়ার্নিংয়ের কোনো ব্যবস্থা নেই। তবে কিছু দেশে এমন অ্যাপ রয়েছে, যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সংকেত দিতে পারে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা চালু করা যায় কিনা তা নিয়ে ভাবনা চলছে।’
































