ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 67

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লিসতেকে ৫–০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলবন্যা উপহার দিল লাল–সবুজ কিশোররা। সোমবার ‘এ’ গ্রুপের খেলায় ব্রুনাই দারুসসালামকে ৮–০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় বাংলাদেশ। ১৩তম মিনিটে মো. অপু রহমানের গোল দলকে এগিয়ে নেয়। এরপর ২৩ মিনিটে ব্যবধান বাড়ান মো. রিফাত কাজী।
৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সাল এবং মাত্র এক মিনিট পর ৩৭ মিনিটে মো. মানিক গোল করলে বিরতির আগে বাংলাদেশ ৪–০ ব্যবধানে এগিয়ে যায়।

বিরতির পরও আক্রমণের গতি কমায়নি দল। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অপু রহমান স্কোরলাইন ৫–০ করেন।
৭৪ মিনিটে রিফাত কাজীও দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে ব্যবধান আরও বাড়ান। শেষদিকে ৭৬ মিনিটে মো. আরিফ এবং ৭৯ মিনিটে বায়জিদ বোস্তামীর গোল ম্যাচে ৮–০ ব্যবধান নিশ্চিত করে।

দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশ এখন গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে। আগামী বুধবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। অন্যদিকে ব্রুনাই স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

সর্বশেষ আপডেট ০২:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লিসতেকে ৫–০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলবন্যা উপহার দিল লাল–সবুজ কিশোররা। সোমবার ‘এ’ গ্রুপের খেলায় ব্রুনাই দারুসসালামকে ৮–০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় বাংলাদেশ। ১৩তম মিনিটে মো. অপু রহমানের গোল দলকে এগিয়ে নেয়। এরপর ২৩ মিনিটে ব্যবধান বাড়ান মো. রিফাত কাজী।
৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সাল এবং মাত্র এক মিনিট পর ৩৭ মিনিটে মো. মানিক গোল করলে বিরতির আগে বাংলাদেশ ৪–০ ব্যবধানে এগিয়ে যায়।

বিরতির পরও আক্রমণের গতি কমায়নি দল। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অপু রহমান স্কোরলাইন ৫–০ করেন।
৭৪ মিনিটে রিফাত কাজীও দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে ব্যবধান আরও বাড়ান। শেষদিকে ৭৬ মিনিটে মো. আরিফ এবং ৭৯ মিনিটে বায়জিদ বোস্তামীর গোল ম্যাচে ৮–০ ব্যবধান নিশ্চিত করে।

দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশ এখন গ্রুপে শক্ত অবস্থানে রয়েছে। আগামী বুধবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। অন্যদিকে ব্রুনাই স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে।