ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ মন্ত্রিসভা রুশনারা আলীর হঠাৎ পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 153

ব্রিটিশ মন্ত্রিসভা রুশনারা আলীর হঠাৎ পদত্যাগ

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ভাড়াটিয়াদের উচ্ছেদ ও ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গত ৪ জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টি বড় জয় পাওয়ার পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি নির্বাচিত হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছিলেন তিনি।

রুশনারা আলী
রুশনারা আলী

বিতর্কের সূত্রপাত ঘটে যখন গণমাধ্যমে খবর আসে, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং পরবর্তীতে বাড়িটির ভাড়া ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়ান। ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় পূর্বে সক্রিয় থাকায় তাঁর এই পদক্ষেপ সমালোচনার জন্ম দেয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরানো হয়েছিল, কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে পুনরায় ভাড়া দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন, ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে বিঘ্ন ঘটাতে পারে; এ কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে লেবার সরকারের প্রতি তাঁর আনুগত্য এবং আইন মেনে চলার প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রিটিশ মন্ত্রিসভা রুশনারা আলীর হঠাৎ পদত্যাগ

সর্বশেষ আপডেট ১০:৫০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ভাড়াটিয়াদের উচ্ছেদ ও ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

গত ৪ জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টি বড় জয় পাওয়ার পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি নির্বাচিত হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছিলেন তিনি।

রুশনারা আলী
রুশনারা আলী

বিতর্কের সূত্রপাত ঘটে যখন গণমাধ্যমে খবর আসে, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং পরবর্তীতে বাড়িটির ভাড়া ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়ান। ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় পূর্বে সক্রিয় থাকায় তাঁর এই পদক্ষেপ সমালোচনার জন্ম দেয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরানো হয়েছিল, কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে পুনরায় ভাড়া দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন, ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে বিঘ্ন ঘটাতে পারে; এ কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে লেবার সরকারের প্রতি তাঁর আনুগত্য এবং আইন মেনে চলার প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করেন।