ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ১১:২৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 109

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সঙ্গে জড়িত। এর জেরে সোমবার রাতে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে মঙ্গলবার সকালে ফের তারা সংঘর্ষ জড়ায়। এতে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। এছাড়াও এ সময় অন্তত ২০ থেকে ২৫ টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আটক করা হয় চারজনকে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

সর্বশেষ আপডেট ১১:২৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সঙ্গে জড়িত। এর জেরে সোমবার রাতে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে মঙ্গলবার সকালে ফের তারা সংঘর্ষ জড়ায়। এতে উভয়পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। এছাড়াও এ সময় অন্তত ২০ থেকে ২৫ টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আটক করা হয় চারজনকে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।