ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিরোধে যুবককে গুলি করে হত্যা
- সর্বশেষ আপডেট ০২:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 129
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দিলীপ গ্রুপ ও লায়ন শাকিল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এর জেরেই সাদ্দামকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
পরিবারের অভিযোগ, মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে, সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে দিলীপ গ্রুপের দেলোয়ার হোসেন দিলীপ বলেন, সাদ্দামকে আমি ডেকে নিয়ে যাইনি। সাদ্দাম আমার সঙ্গে ছিল। রাতের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



































