ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ১৩২
- সর্বশেষ আপডেট ০২:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 93
ব্রাজিলের রিও দ্য জেনেইরো শহরে এক ভয়াবহ মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
রিও দ্য জেনেইরোর উত্তরে আলেমাও এবং পেনার ফাভেলাস এলাকায় গত মঙ্গলবার পুলিশ অভিযান চালানোর পর মৃতের সংখ্যা আগের ঘোষিত সংখ্যার দ্বিগুণেরও বেশি ধরা পড়েছে। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি এবং বিবিসি।
বুধবার ভোরে শোকাহত বাসিন্দারা একটি চত্বরে কয়েক ডজন মৃতদেহ রেখেছেন। পরে দরিদ্রদের আইনি সহায়তা প্রদানকারী পাবলিক ডিফেন্ডারের কার্যালয় নতুন মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে।
শহরে পুলিশের এই অভিযানটি ছিল সবচেয়ে মারাত্মক, যেখানে কর্তৃপক্ষ কয়েক দশক ধরে দরিদ্র এলাকা নিয়ন্ত্রণকারী গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসছে।
পাবলিক ডিফেন্ডারের অফিসের পরিসংখ্যান বিষয়ে জানতে চাইলে রিও রাজ্যের গভর্নর ক্লৌদিও কাস্ত্রো বলেন, “ফরেনসিক কাজ এখনও চলছে। এটি শেষ না হওয়া পর্যন্ত, যে সরকারি পরিসংখ্যান দেওয়া হয়েছিল সেখানে নিহতের সংখ্যা ছিল ৫৮ জন, যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে।”
নিহতদের সংখ্যা নিয়ে বিস্মিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের বিচারমন্ত্রীর মতে, লুলা বিস্মিত হয়েছেন এবং ফেডারেল সরকারকে আগে থেকে জানানো না হওয়ায় তিনি হতবাক।
জাতিসংঘের মানবাধিকার অফিস পুলিশের এই অভিযানের সতর্কবাণী দিয়ে জানিয়েছিল, এটি ভয়ঙ্কর। বুধবার ভোরে বাসিন্দারা নিহতদের মৃতদেহ পেনারের একটি চত্বরে নিয়ে যান। সেখানে তারা অভিযানের ভয়াবহ প্রকৃতি দেখানোর জন্য মৃতদেহগুলো এক লাইনে রেখেছিলেন।
ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ৫০–৭০ জনের বেশি মৃতদেহের সংখ্যা ভিন্ন ছিল। অনেক মৃতদেহ কাছের পাহাড়ের ঢাল থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে মারাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল।
নিহতদের ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করেছেন গভর্নর কাস্ত্রো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংঘর্ষটি কোনো জনবসতিপূর্ণ এলাকায় হয়নি, সবকিছু ঘটেছে জঙ্গলের ভেতরে। তাই আমি বিশ্বাস করি না যে, সংঘর্ষের দিনে কেউ জঙ্গলের মধ্যে সাধারণভাবে হাঁটছিল। এজন্য তাদের সহজেই শ্রেণিবদ্ধ করা যায়।”
মঙ্গলবারের দৃশ্যপটকে বাসিন্দারা ‘যুদ্ধের মতো’ হিসেবে বর্ণনা করেছেন। পুলিশ এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ব্যারিকেড তৈরির জন্য বাসে আগুন ধরানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রেড কমান্ডের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে অভিযান চালানোর সময় গ্যাং সদস্যরা ড্রোন ব্যবহার করে পুলিশ অফিসারদের ওপর বিস্ফোরক ফেলেছিল।
গভর্নর কাস্ত্রো বলেন, “রিও পুলিশের ওপর অপরাধীরা ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ করেছে। এটি সাধারণ অপরাধ নয়, বরং মাদক-সন্ত্রাসবাদ।” তিনি আরও জানিয়েছেন, অভিযানটি দুই মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং এটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রেড কমান্ডের একজন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীও রয়েছেন। অভিযানে নিহত চার পুলিশ কর্মকর্তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গভর্নর। তিনি নিহত অফিসারদের প্রশংসা করেছেন।
আগামী বছরের নির্বাচনের আগে শহরে অপরাধ দমনের অংশ হিসেবে এই পুলিশি অভিযান পরিচালিত হয়েছে।





































