ট্রাম্প প্রশাসনের কড়া প্রতিক্রিয়া
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো গৃহবন্দি
- সর্বশেষ আপডেট ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 80
ব্রাজিলের সুপ্রিম কোর্ট ‘ব্রাজিলের ট্রাম্প’ খ্যাত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, তিনি জামিনের শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন, যা আদালতের পূর্ব নির্দেশনার লঙ্ঘন।
সোমবার বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস এই আদেশ দেন। এর আগে বলসোনেরোর জামিনে আদালত শর্ত দিয়েছিল; তিনি কোনো ধরনের প্রকাশ্য বক্তব্য দেবেন না এবং তার পাসপোর্ট আদালতের জিম্মায় থাকবে।
জাইর বলসোনেরো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি কট্টর ডানপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত এবং লিবারেল পার্টির শীর্ষস্থানীয় নেতা। ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ফলাফল উল্টে দিতে সেনাবাহিনীকে উসকানি দিয়েছিলেন। এমনকি লুলাকে হত্যার ষড়যন্ত্রেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
ব্রাজিলের আদালতের এই আদেশের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এক বিবৃতিতে বলা হয়েছে, বলসোনেরোর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং এটি ‘মানবাধিকারের লঙ্ঘন’।
ট্রাম্প প্রশাসন আরও জানায়, বিচারপতি আলেক্সান্দার ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনাকে ঘিরে ব্রাজিল-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
































