ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাউজারেই খেলা যাবে জিটিএ ভাইস সিটি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 94

গ্র্যান্ড থেফট অটো সিরিজের জনপ্রিয় গেম ভাইস সিটি

ক্ল্যাসিক ভিডিও গেমগুলোকে অনলাইনে সহজভাবে খেলার সুযোগ করে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্রাউজারভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম ডস জোন। ডুম, ডায়াবলো ও অরিগন ট্রেইলের মতো জনপ্রিয় গেমের পর এবার তাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিরিজের জনপ্রিয় গেম ভাইস সিটি।

ডস জোন জানিয়েছে, এখন থেকে আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজারের মাধ্যমে জিটিএ ভাইস সিটি খেলা যাবে। এ লক্ষ্যে গেমটির ইঞ্জিন সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে, যাতে এটি আধুনিক ব্রাউজারে নির্বিঘ্নে চলতে পারে।

প্ল্যাটফর্মটির তথ্যমতে, গেমটির রেন্ডারিং, অডিও ও ফাইল অ্যাকসেস সিস্টেমকে ওয়েব অ্যাসেম্বলি  এবং আধুনিক ব্রাউজার এপিআইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয়েছে। ফলে পিসিতে গেমটি আলাদাভাবে ইনস্টল না করেও তুলনামূলকভাবে স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে।

তবে ফ্যান-মেড প্রজেক্ট বা অননুমোদিত সংস্করণের বিষয়ে জিটিএ নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। অতীতে জিটিএ-সংক্রান্ত একাধিক ফ্যান প্রজেক্ট আইনি নোটিশের মুখে বন্ধ হয়ে গেছে। এ ঝুঁকি বিবেচনায় রেখে ডস জোন শুরু থেকেই সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

গেমটি উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়ে এবং প্রায় তিন লাখ বার লঞ্চ করা হয়। তবে অতিরিক্ত জনপ্রিয়তা ও সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে কর্তৃপক্ষ ইতোমধ্যে গেমটির ফ্রি ডেমো সংস্করণ বন্ধ করে দিয়েছে।

বর্তমানে ব্রাউজারে জিটিএ ভাইস সিটি খেলতে হলে একটি নির্দিষ্ট শর্ত মানতে হচ্ছে। ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে যে তাঁর কাছে গেমটির একটি অফিশিয়াল কপি রয়েছে। এ জন্য নিজস্বভাবে কেনা গেমের ডট ইএক্সই (.exe) ফাইল আপলোড করতে হবে।

ডস জোন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো গেম ফাইল বা ডেটা সরবরাহ কিংবা হোস্ট করে না। কেবলমাত্র ব্যবহারকারীর আইনানুগভাবে সংগ্রহ করা গেম অ্যাসেট যাচাইয়ের পর ডিজিটাল সিগনেচারের মাধ্যমে মালিকানা নিশ্চিত হলে ব্রাউজারে গেমটি খেলার অনুমতি দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রাউজারেই খেলা যাবে জিটিএ ভাইস সিটি

সর্বশেষ আপডেট ০৭:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ক্ল্যাসিক ভিডিও গেমগুলোকে অনলাইনে সহজভাবে খেলার সুযোগ করে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্রাউজারভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম ডস জোন। ডুম, ডায়াবলো ও অরিগন ট্রেইলের মতো জনপ্রিয় গেমের পর এবার তাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিরিজের জনপ্রিয় গেম ভাইস সিটি।

ডস জোন জানিয়েছে, এখন থেকে আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজারের মাধ্যমে জিটিএ ভাইস সিটি খেলা যাবে। এ লক্ষ্যে গেমটির ইঞ্জিন সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে, যাতে এটি আধুনিক ব্রাউজারে নির্বিঘ্নে চলতে পারে।

প্ল্যাটফর্মটির তথ্যমতে, গেমটির রেন্ডারিং, অডিও ও ফাইল অ্যাকসেস সিস্টেমকে ওয়েব অ্যাসেম্বলি  এবং আধুনিক ব্রাউজার এপিআইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয়েছে। ফলে পিসিতে গেমটি আলাদাভাবে ইনস্টল না করেও তুলনামূলকভাবে স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে।

তবে ফ্যান-মেড প্রজেক্ট বা অননুমোদিত সংস্করণের বিষয়ে জিটিএ নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। অতীতে জিটিএ-সংক্রান্ত একাধিক ফ্যান প্রজেক্ট আইনি নোটিশের মুখে বন্ধ হয়ে গেছে। এ ঝুঁকি বিবেচনায় রেখে ডস জোন শুরু থেকেই সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

গেমটি উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়ে এবং প্রায় তিন লাখ বার লঞ্চ করা হয়। তবে অতিরিক্ত জনপ্রিয়তা ও সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে কর্তৃপক্ষ ইতোমধ্যে গেমটির ফ্রি ডেমো সংস্করণ বন্ধ করে দিয়েছে।

বর্তমানে ব্রাউজারে জিটিএ ভাইস সিটি খেলতে হলে একটি নির্দিষ্ট শর্ত মানতে হচ্ছে। ব্যবহারকারীকে প্রমাণ করতে হবে যে তাঁর কাছে গেমটির একটি অফিশিয়াল কপি রয়েছে। এ জন্য নিজস্বভাবে কেনা গেমের ডট ইএক্সই (.exe) ফাইল আপলোড করতে হবে।

ডস জোন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো গেম ফাইল বা ডেটা সরবরাহ কিংবা হোস্ট করে না। কেবলমাত্র ব্যবহারকারীর আইনানুগভাবে সংগ্রহ করা গেম অ্যাসেট যাচাইয়ের পর ডিজিটাল সিগনেচারের মাধ্যমে মালিকানা নিশ্চিত হলে ব্রাউজারে গেমটি খেলার অনুমতি দেওয়া হয়।