ব্রাইটনের বিপক্ষে হোঁচট খেল সিটি, ভাগ হলো পয়েন্ট
- সর্বশেষ আপডেট ০১:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 63
ম্যানচেস্টার সিটি টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর তৃতীয় ম্যাচেও হোঁচট খেল। ইত্তিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।
সান্ডারল্যান্ড ও চেলসির সঙ্গে ড্রয়ের পর জয় দিয়ে ফিরতে চেয়েছিল সিটি। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এটি ছিল তার ম্যানচেস্টার সিটি জার্সিতে ১৫০তম গোল।
তবে বিরতির পর সমতায় ফেরে ব্রাইটন। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা কাউরো মিটোমা ৬০ মিনিটে নিচু শটে গোল করে স্বাগতিকদের হতাশ করেন।
এই ড্রয়ের ফলে লিগের শীর্ষে থাকা আর্সেনাল যদি বৃহস্পতিবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন লিভারপুলকে হারাতে পারে, তবে গানার্সরা সিটির থেকে ৮ পয়েন্ট এগিয়ে যাবে।
ম্যাচের শুরু থেকেই ব্রাইটন আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। পাসকাল গ্রসের হেড এবং ফেরদি কাদিওগ্লুর শট ঠেকিয়ে রক্ষক দোন্নারুমা সিটিকে রক্ষা করেন। প্রথমার্ধে সিটির আক্রমণ কিছুটা নিষ্প্রভ ছিল। ডি-বক্সে জেরেমি ডকুর ওপর ফাউলের ঘটনায় রেফারি প্রথমে খেলা চালিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে গার্দিওলা হলুদ কার্ড পান। পরে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি দেওয়া হয়, যা কাজে লাগান হালান্ড। বিরতির আগে তিজানি রেইনডার্সের শট গোললাইন থেকে ক্লিয়ার করে ব্রাইটন।
দ্বিতীয়ার্ধে ম্যান সিটি একের পর এক সুযোগ নষ্ট করে। মিটোমার গোলের মাধ্যমে সমতা ফেরে। শেষ দিকে হালান্ড ও রায়ান চেরকির দুটি সুযোগও কাজে আসে না, ফলে জয় হাতছাড়া হয় সিটির।
নতুন বছরের শুরুটা ম্যান সিটির জন্য কঠিন। চোটের কারণে সেন্ট্রাল ডিফেন্ডার যশকো গাভার্দিওল, রুবেন দিয়াজ ও জন স্টোনস মাঠের বাইরে থাকায় রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই দুর্বলতা দেখা দিয়েছে।





































