ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে তিন তারকা

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 74

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে তিন তারকা

দলীয় খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর আবারও তার ৬৯তম আসরের আয়োজনের জন্য ফ্রান্সের প্যারিসে ফিরেছে। থিয়েটার দ্য শার্লটে সোমবার অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে। তবে মূল আকর্ষণ থাকে বর্ষসেরা পুরুষ ফুটবলারের জন্য প্রতিযোগিতা।

দীর্ঘদিন ধরে এই পুরস্কারে একচ্ছত্র আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মেসি রেকর্ড আটবার এবং রোনালদো পাঁচবার এই পুরস্কার জিতেছেন। কিন্তু এবার তাদের কেউই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই। এবারের তালিকায় রয়েছেন জুড বেলিংহাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেভানদোভস্কি, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও কয়েকজন তারকা।

পুরস্কার জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনজন খেলোয়াড়কে ধরা হচ্ছে। ফরাসি ক্লাব পিএসজি-কে ট্রেবল জেতানোর পর উসমান দেম্বেলে এবারের প্রধান ফেভারিট। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফরাসি মিডিয়ারও ধারণা, দেম্বেলেই এবার পুরস্কার জেতে পারে।

তবে দেম্বেলেকে নিশ্চিতভাবে এগোতে দিচ্ছেন না বার্সেলোনার দুই তারকা—রাফিনহা ও লামিনে ইয়ামাল। বিশেষজ্ঞদের অনেকেই ধারণা করছেন, পুরস্কার জয়ের লড়াই মূলত দেম্বেলে এবং ইয়ামালের মধ্যে হবে। কিন্তু শেষ মুহূর্তে রাফিনহাও দৌড়ে এগিয়ে এসেছেন।

ব্যালন ডি’অর ২০২৫-এর জন্য মনোনয়ন পাওয়া খেলোয়াড়রা:
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুরেসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়োকেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে তিন তারকা

সর্বশেষ আপডেট ০৪:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

দলীয় খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর আবারও তার ৬৯তম আসরের আয়োজনের জন্য ফ্রান্সের প্যারিসে ফিরেছে। থিয়েটার দ্য শার্লটে সোমবার অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে। তবে মূল আকর্ষণ থাকে বর্ষসেরা পুরুষ ফুটবলারের জন্য প্রতিযোগিতা।

দীর্ঘদিন ধরে এই পুরস্কারে একচ্ছত্র আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মেসি রেকর্ড আটবার এবং রোনালদো পাঁচবার এই পুরস্কার জিতেছেন। কিন্তু এবার তাদের কেউই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই। এবারের তালিকায় রয়েছেন জুড বেলিংহাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেভানদোভস্কি, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও কয়েকজন তারকা।

পুরস্কার জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনজন খেলোয়াড়কে ধরা হচ্ছে। ফরাসি ক্লাব পিএসজি-কে ট্রেবল জেতানোর পর উসমান দেম্বেলে এবারের প্রধান ফেভারিট। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফরাসি মিডিয়ারও ধারণা, দেম্বেলেই এবার পুরস্কার জেতে পারে।

তবে দেম্বেলেকে নিশ্চিতভাবে এগোতে দিচ্ছেন না বার্সেলোনার দুই তারকা—রাফিনহা ও লামিনে ইয়ামাল। বিশেষজ্ঞদের অনেকেই ধারণা করছেন, পুরস্কার জয়ের লড়াই মূলত দেম্বেলে এবং ইয়ামালের মধ্যে হবে। কিন্তু শেষ মুহূর্তে রাফিনহাও দৌড়ে এগিয়ে এসেছেন।

ব্যালন ডি’অর ২০২৫-এর জন্য মনোনয়ন পাওয়া খেলোয়াড়রা:
জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুরেসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়োকেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।