ব্যারিস্টার ফুয়াদকে নীলা ইসরাফিলের চ্যালেঞ্জ
- সর্বশেষ আপডেট ১০:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 329
জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথনের অডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন এনসিপি নেত্রী ও সমাজকর্মী নীলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবারে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ হাসানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি, যেখানে তাকে ন্যায়ের পাশে না থেকে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তোলা হয়। এমনকি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন সমসাময়িক চর্চিত এই নারী।
রোববার রাতে দেওয়া সেই পোস্টে নীলা লিখেন, “একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।”
তিনি অভিযোগ করেন, ব্যারিস্টার ফুয়াদ ‘সত্যের মুখোশ পরে’ একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন। তার ভাষায়, “একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু একজন ব্যারিস্টার যখন সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বোঝা যায়—আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ান, ন্যায়ের পাশে নয়।”

নীলা আরও বলেন, “যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না—তার অবস্থান কাদের পক্ষে, সেটি সময়ই বলে দেবে।”
ব্যারিস্টার ফুয়াদ গণমাধ্যমে দাবি করেছেন, নীলা ফোনালাপ ‘বিক্রি’ করেছেন। সেই দাবিকে ইঙ্গিত করে নীলা চ্যালেঞ্জ ছুঁড়ে লিখেন, “আপনি বলেছেন আমি ফোনালাপ বিক্রি করেছি। আপনি যেহেতু গণমাধ্যমে এটি বলেছেন, তার মানে আপনার কাছে প্রমাণ আছে। অনুগ্রহ করে সেটি প্রকাশ করুন।”
তিনি যুক্ত করেন, “যদি সত্যিই ন্যায় চান, তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয়, শুনতে শিখুন।”
তবে পোস্টটি প্রকাশের প্রায় আধাঘণ্টা পর তা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেন নীলা ইসরাফিল। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
































