ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত গৌরব নয়, দল আগে: মুলডারের সাহসী সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 159

মুলডার

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ার মোহ অনেকেই ছাড়তে পারেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার দেখালেন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত। ৩৬৭ রানে অপরাজিত থেকেও তিনি ইনিংস ঘোষণা করে নিজেকে ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড ছোঁয়ার সুযোগ থেকে সরিয়ে নিলেন।

জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই মাত্র ৮৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৪৬৫ রান। সেখানে ২৬৪ রানে অপরাজিত থাকেন মুলডার। দ্বিতীয় দিন সকালে মাত্র ২৯৭ বলে পৌঁছে যান ট্রিপল সেঞ্চুরিতে। এরপরও থামেননি। লাঞ্চে যান ৩৬৭ রান নিয়ে। সবাই ধরে নিয়েছিল, এবার হয়তো ৪০০ রানের রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা মাত্র।

ব্যক্তিগত গৌরব নয়, দল আগে: মুলডারের সাহসী সিদ্ধান্ত
ব্যক্তিগত গৌরব নয়, দল আগে: মুলডারের সাহসী সিদ্ধান্ত

কিন্তু বিরতিতে মুলডার নিজেই ঘোষণা দেন ইনিংস শেষ! তিনি তখন মাত্র ৩৩ রান দূরে ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস থেকে। অথচ তিনি বেছে নেন দলীয় স্বার্থ, নিজেকে নয়। এমন সিদ্ধান্তে হতবাক অনেকেই, আবার কেউ কেউ করতালি দিয়ে অভিনন্দনও জানিয়েছেন এই ক্রীড়াসুলভ আত্মত্যাগের জন্য।

দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৫ উইকেটে ৬২৬ রানে। ডেওয়াল্ড ব্রেভিস ৩০ রান করে আউট হন, আর কাইল ভেরাইনি ৪২ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই বিপর্যস্ত হয়ে পড়ে জিম্বাবুয়ে। ৬ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানে দাঁড়িয়ে থাকা দলটি তখনও ফলোঅনের আশঙ্কায় ভুগছিল। শন উইলিয়ামস ১৮ এবং অপর প্রান্তে ব্যাটার ২ রানে অপরাজিত ছিলেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

এই ম্যাচে মুলডারের আত্মত্যাগ যতটা ক্রীড়াচেতনার দৃষ্টান্ত, ততটাই স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে—একটি রেকর্ডের কাছাকাছি গিয়েও ফিরিয়ে আনার গল্প হিসেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যক্তিগত গৌরব নয়, দল আগে: মুলডারের সাহসী সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৮:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ার মোহ অনেকেই ছাড়তে পারেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার দেখালেন ব্যতিক্রমী এক দৃষ্টান্ত। ৩৬৭ রানে অপরাজিত থেকেও তিনি ইনিংস ঘোষণা করে নিজেকে ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের রেকর্ড ছোঁয়ার সুযোগ থেকে সরিয়ে নিলেন।

জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই মাত্র ৮৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৪৬৫ রান। সেখানে ২৬৪ রানে অপরাজিত থাকেন মুলডার। দ্বিতীয় দিন সকালে মাত্র ২৯৭ বলে পৌঁছে যান ট্রিপল সেঞ্চুরিতে। এরপরও থামেননি। লাঞ্চে যান ৩৬৭ রান নিয়ে। সবাই ধরে নিয়েছিল, এবার হয়তো ৪০০ রানের রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা মাত্র।

ব্যক্তিগত গৌরব নয়, দল আগে: মুলডারের সাহসী সিদ্ধান্ত
ব্যক্তিগত গৌরব নয়, দল আগে: মুলডারের সাহসী সিদ্ধান্ত

কিন্তু বিরতিতে মুলডার নিজেই ঘোষণা দেন ইনিংস শেষ! তিনি তখন মাত্র ৩৩ রান দূরে ছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস থেকে। অথচ তিনি বেছে নেন দলীয় স্বার্থ, নিজেকে নয়। এমন সিদ্ধান্তে হতবাক অনেকেই, আবার কেউ কেউ করতালি দিয়ে অভিনন্দনও জানিয়েছেন এই ক্রীড়াসুলভ আত্মত্যাগের জন্য।

দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৫ উইকেটে ৬২৬ রানে। ডেওয়াল্ড ব্রেভিস ৩০ রান করে আউট হন, আর কাইল ভেরাইনি ৪২ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই বিপর্যস্ত হয়ে পড়ে জিম্বাবুয়ে। ৬ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানে দাঁড়িয়ে থাকা দলটি তখনও ফলোঅনের আশঙ্কায় ভুগছিল। শন উইলিয়ামস ১৮ এবং অপর প্রান্তে ব্যাটার ২ রানে অপরাজিত ছিলেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

এই ম্যাচে মুলডারের আত্মত্যাগ যতটা ক্রীড়াচেতনার দৃষ্টান্ত, ততটাই স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে—একটি রেকর্ডের কাছাকাছি গিয়েও ফিরিয়ে আনার গল্প হিসেবে।