শিরোনাম
বোশেখ হাওয়া
শিল্প সাহিত্য ডেস্ক
- সর্বশেষ আপডেট ১২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 1108
বোশেখ হাওয়া
।। শাহনাজ পারভীন মুক্তি ।।
বোশেখ মাসের ঝড়ো হাওয়ায়
ঘাসফুলেরা দোলে,
মিষ্টি মেয়ের কালো চুলের
খোপাটা যে খোলে।
বুড়ো দাদু তাল হারিয়ে
ঘরের পানে ছোটে,
দাদীমা তো রান্নাঘরে
কুটনাগুলি কোটে।
বাবা এসে বলে মাকে
আমার খুকুটা কই,
লাফিয়ে উঠে বলি আমি
তোমার আশায় তো রই।
সন্ধ্যাবেলা রওনা ঘরে
একলা বসে থাকি,
সারাদিনের পরেও তোমার
কি কাজ থাকে বাকি?
Tag :
#প্রেমের কবিতা #ভালোবাসা #বিরহ #দুঃখ #কবিতা #প্রেমেরযন্ত্রণা #প্রতীক্ষা #হৃদয়ভঙ্গ #সমুদ্র #চোখ #জন্মান্তর #বেদনা #কল্পনা #রোমান্টিক কবিতা





































