বোয়িং ৭৮৭ সংকটে ঢাকা-কুয়েত ও দুবাই ফ্লাইট বাতিল
- সর্বশেষ আপডেট ০২:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 120
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আজ কুয়েত ও দুবাই রুটের দুটি ফ্লাইট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ সংকটের কারণে বাতিল হয়েছে। ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট বিকেল ৩:৪৫ মিনিটে এবং ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট বিকেল ৫:০৫ মিনিটে উড়োজাহাজ না থাকায় বাতিল হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, বাতিল ফ্লাইটগুলো আগামীকাল পরিচালিত হবে এবং নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে। তিনি জানান, রোমে গ্রাউন্ডেড থাকা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি উড়োজাহাজ উপযোগী করতে আজ বিমানের ৫ জন প্রকৌশলী রোমে গেছেন। সন্ধ্যার মধ্যে এটি চালু করার আশা রয়েছে।
গত রবিবার সন্ধ্যা ৭টায় (ইতালির স্থানীয় সময়) রোমে ওই ড্রিমলাইনারটি গ্রাউন্ডেড হয়েছিল। ফলে ওই ফ্লাইটের ২৬২ জন যাত্রীসহ ক্রুদের সবাইকে হোটেলে রাখা হয়েছে এবং বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিমানের খরচে তাদের হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে।
































