ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন পর আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৬:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 61

বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন পর আমদানি-রপ্তানি শুরু

দুর্গাপূজার ছুটি শেষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সকাল থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বন্দরে কার্যক্রম চলেছে। এদিন ভারত থেকে ৯৯টি ট্রাক পণ্য আমদানি এবং ৩২টি ট্রাক রপ্তানি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কার্যক্রম সীমিত ছিল। তবে রোববার থেকে বন্দরে ও কাস্টমসে পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। ইমিগ্রেশনে যাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা বলেন, ভারতে সরকারি ছুটি শেষে শুক্রবার দুর্গাপূজা শেষ হওয়ার কারণে শনিবার থেকে বন্দরে বাণিজ্য শুরু হয়েছে। প্রথম দিন হওয়ায় কার্যক্রম কিছুটা কম ছিল, তবে আগামীকাল পূর্ণাঙ্গভাবে শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খাঁন বলেন, “রোববার সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হবে।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা শেষে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে এবং রোববার থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন পর আমদানি-রপ্তানি শুরু

সর্বশেষ আপডেট ০৬:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

দুর্গাপূজার ছুটি শেষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সকাল থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বন্দরে কার্যক্রম চলেছে। এদিন ভারত থেকে ৯৯টি ট্রাক পণ্য আমদানি এবং ৩২টি ট্রাক রপ্তানি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কার্যক্রম সীমিত ছিল। তবে রোববার থেকে বন্দরে ও কাস্টমসে পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। ইমিগ্রেশনে যাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা বলেন, ভারতে সরকারি ছুটি শেষে শুক্রবার দুর্গাপূজা শেষ হওয়ার কারণে শনিবার থেকে বন্দরে বাণিজ্য শুরু হয়েছে। প্রথম দিন হওয়ায় কার্যক্রম কিছুটা কম ছিল, তবে আগামীকাল পূর্ণাঙ্গভাবে শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খাঁন বলেন, “রোববার সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হবে।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা শেষে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে এবং রোববার থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।