ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 175

বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন যশোর এমএম কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক ইমরান হোসেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সম্প্রতি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ৪ আগস্ট যশোরে বিএনপির পার্টি অফিসে হামলার সঙ্গেও তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তাদের। বিভিন্ন ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন ভবেরবেড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। এসময় এমএম কলেজের কয়েকজন শিক্ষার্থী ইমরানকে চিনে ফেলেন। পরে স্থানীয় জনগণ ও বিএনপি সমর্থকরা মিলে তাকে আটক করে পুলিশের কাছে খবর দেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, আটক ইমরানকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ৫ আগস্টের ঘটনার পর থেকে অনেক অপরাধী দালাল চক্রের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিচ্ছে। পরে সুযোগ বুঝে তারা ভারতের দিকে পালিয়ে যাচ্ছে। অতীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কয়েকজন আটক হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাব খাটিয়ে বা লোকজন ম্যানেজ করে পালিয়ে যাওয়ার নজির রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

সর্বশেষ আপডেট ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন যশোর এমএম কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক ইমরান হোসেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সম্প্রতি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ৪ আগস্ট যশোরে বিএনপির পার্টি অফিসে হামলার সঙ্গেও তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তাদের। বিভিন্ন ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন ভবেরবেড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। এসময় এমএম কলেজের কয়েকজন শিক্ষার্থী ইমরানকে চিনে ফেলেন। পরে স্থানীয় জনগণ ও বিএনপি সমর্থকরা মিলে তাকে আটক করে পুলিশের কাছে খবর দেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, আটক ইমরানকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ৫ আগস্টের ঘটনার পর থেকে অনেক অপরাধী দালাল চক্রের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিচ্ছে। পরে সুযোগ বুঝে তারা ভারতের দিকে পালিয়ে যাচ্ছে। অতীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কয়েকজন আটক হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাব খাটিয়ে বা লোকজন ম্যানেজ করে পালিয়ে যাওয়ার নজির রয়েছে।