বেগম জিয়ার মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 102
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক অপূরণীয়। ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে। কিন্তু সেটা আর হলো না।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ফোন করেছেন। সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন। এরপর সরকারের কর্মসূচির সাথে কোঅর্ডিনেট করা হবে। এছাড়া স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক হবে।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
































