ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 64

বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নেত্রী একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে অসুস্থ হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আমি সবসময় কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়। ভারতের এক সাংবাদিক ঢাকায় এসে বলেছিলেন, এটি পরিকল্পিত, উনি দুই বছর বাঁচবেন না। আল্লাহর রহমতে এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করব।”

তিনি আরও জানান, “গতকাল রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম, প্রায় এক ঘণ্টা ছিলাম। আজকে খবর পেলাম, তিনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “দেশের বাইরে যারা চক্রান্ত করছে, তারা দেশের অবস্থা নষ্ট করে রেখেছে। তারা বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। তবে বিএনপির ছাড়া কি নির্বাচন হয়নি? তাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো ভুল নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক নাসিম শিকদার।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান অর্জন করেন শামসুল হক রিপন (ঢাকা) এবং তৃতীয় স্থান অধিকার করেন এম রাশেদ (চট্টগ্রাম)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেগম জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

সর্বশেষ আপডেট ০৯:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নেত্রী একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে অসুস্থ হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আমি সবসময় কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি। কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়। ভারতের এক সাংবাদিক ঢাকায় এসে বলেছিলেন, এটি পরিকল্পিত, উনি দুই বছর বাঁচবেন না। আল্লাহর রহমতে এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করব।”

তিনি আরও জানান, “গতকাল রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম, প্রায় এক ঘণ্টা ছিলাম। আজকে খবর পেলাম, তিনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “দেশের বাইরে যারা চক্রান্ত করছে, তারা দেশের অবস্থা নষ্ট করে রেখেছে। তারা বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। তবে বিএনপির ছাড়া কি নির্বাচন হয়নি? তাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো ভুল নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক নাসিম শিকদার।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান অর্জন করেন শামসুল হক রিপন (ঢাকা) এবং তৃতীয় স্থান অধিকার করেন এম রাশেদ (চট্টগ্রাম)।