শিরোনাম
বৃহস্পতিবার থানা ঘেরাও কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 35
সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর ফার্মগেট থেকে অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় তারা সড়ক ছাড়ার পর আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ শুরু করলে ফার্মগেটের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। কলেজের আবদুর রহমান রাফি জানান, হত্যায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
২০২৫ সালের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হন সাকিবুল হাসান রানা। এই ঘটনার বিচার দাবি করে শিক্ষার্থীরা একাধিকবার সড়ক অবরোধ করেছে।































