ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 116

বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে তাকে একটি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

২০০২ সালের ৮ জুন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সময় সংঘর্ষে বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপ জড়িত ছিলেন।

নিম্ন আদালতে মামলার বিচার শেষে মুকি, টগর ও নুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। পরে ২০০৬ সালে হাই কোর্ট তাদের মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। মুকি এবং সাগর বর্তমানে পলাতক; টগর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাকে কখন এবং কিভাবে ছাড়া দেওয়া হয়েছে, সে বিষয়ে র‍্যাব বিস্তারিত জানায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০২:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে তাকে একটি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

২০০২ সালের ৮ জুন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সময় সংঘর্ষে বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপ জড়িত ছিলেন।

নিম্ন আদালতে মামলার বিচার শেষে মুকি, টগর ও নুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। পরে ২০০৬ সালে হাই কোর্ট তাদের মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। মুকি এবং সাগর বর্তমানে পলাতক; টগর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাকে কখন এবং কিভাবে ছাড়া দেওয়া হয়েছে, সে বিষয়ে র‍্যাব বিস্তারিত জানায়নি।