ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
 জাতীয় ক্রীড়া পরিষদের  প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদ অপসারিত

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 434

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতার মাঝে বড় ধরনের রদবদল দেখা দিয়েছে।  ২৯ মে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিবির পরিচালক ও সভাপতি ফারুক আহমেদকে তার পদ থেকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুসারে এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২৯ মে বিসিবির সাবেক ও বর্তমান ৯ জন পরিচালকের মধ্যে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন জাতীয় ক্রীড়া পরিষদে। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে পদত্যাগ করার পরামর্শ দিলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন।

ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যার রিপোর্টের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এই সিদ্ধান্তে বিসিবির একটি পরিচালক পদের পাশাপাশি সভাপতি পদটিও এখন শূন্য হয়ে পড়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বাংলাদেশের ক্রিকেটের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

 জাতীয় ক্রীড়া পরিষদের  প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদ অপসারিত

সর্বশেষ আপডেট ০২:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতার মাঝে বড় ধরনের রদবদল দেখা দিয়েছে।  ২৯ মে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিবির পরিচালক ও সভাপতি ফারুক আহমেদকে তার পদ থেকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুসারে এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২৯ মে বিসিবির সাবেক ও বর্তমান ৯ জন পরিচালকের মধ্যে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন জাতীয় ক্রীড়া পরিষদে। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে পদত্যাগ করার পরামর্শ দিলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন।

ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যার রিপোর্টের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এই সিদ্ধান্তে বিসিবির একটি পরিচালক পদের পাশাপাশি সভাপতি পদটিও এখন শূন্য হয়ে পড়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বাংলাদেশের ক্রিকেটের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হয়েছে।