ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি পদে লড়বেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 88

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে সরব ক্রিকেটপাড়া। ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন রয়েছে, এই নির্বাচনে সভাপতি পদে লড়তে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও সরাসরি বিষয়টি স্বীকার করেননি তিনি, তবে নিশ্চিত করেছেন যে বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেবেন।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, “যদি প্রশ্ন করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি আমার ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। এখন এটুকুই বলতে চাই, আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা রয়েছে।”

নির্বাচনে জিততে পারলে দুই-তিনটি বিষয়ের ওপর জোর দিতে চান তামিম। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বৃদ্ধিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। তামিম বলেন, “আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুই বা তিনটি বিষয়ে। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। খেলোয়াড় আছে, কোচ আছে, কিন্তু নতুন খেলোয়াড় তৈরির অবকাঠামো নেই। যে খেলোয়াড়রা আছে, তাদের উন্নতির জন্যও সঠিক জায়গা নেই।”

তিনি আরও বলেন, “সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনা শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে সেই সুযোগ-সুবিধা গড়ে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকে।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবি সভাপতি পদে লড়বেন তামিম ইকবাল

সর্বশেষ আপডেট ১১:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে সরব ক্রিকেটপাড়া। ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন রয়েছে, এই নির্বাচনে সভাপতি পদে লড়তে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও সরাসরি বিষয়টি স্বীকার করেননি তিনি, তবে নিশ্চিত করেছেন যে বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেবেন।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, “যদি প্রশ্ন করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি আমার ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। এখন এটুকুই বলতে চাই, আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা রয়েছে।”

নির্বাচনে জিততে পারলে দুই-তিনটি বিষয়ের ওপর জোর দিতে চান তামিম। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বৃদ্ধিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। তামিম বলেন, “আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুই বা তিনটি বিষয়ে। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। খেলোয়াড় আছে, কোচ আছে, কিন্তু নতুন খেলোয়াড় তৈরির অবকাঠামো নেই। যে খেলোয়াড়রা আছে, তাদের উন্নতির জন্যও সঠিক জায়গা নেই।”

তিনি আরও বলেন, “সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনা শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে সেই সুযোগ-সুবিধা গড়ে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকে।”