বিসিবি পরিচালনা বোর্ড থেকে ইশতিয়াক সাদেকের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ১০:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 1
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারী)বোর্ড সভার সময় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ওই গুরুত্বপূর্ণ সভায় তিনি উপস্থিত ছিলেন না বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি এবং কিছু কার্যক্রম নিয়ে নিজের সন্তুষ্টির অভাব থেকেই এই সিদ্ধান্তে পৌঁছান ইশতিয়াক সাদেক। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকায় তিনি আর দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশতিয়াক সাদেক বলেন, গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও প্রয়োজনীয় সময় দিতে না পারার বিষয়টি তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। তার ভাষায়, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার অনুভূতি থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
নিজের স্থলাভিষিক্ত ব্যক্তি এই বিভাগকে আরও এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই পরিচালক। তিনি বলেন, নতুন কেউ দায়িত্ব নিলে তিনি প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগকে সামনে নিয়ে যেতে পারবেন।
বোর্ডের সঙ্গে বা কোনো পরিচালকের সঙ্গে বিরোধের কারণে পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, বোর্ডের কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। সবার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি নিজেকে দায়িত্বের বাইরে রাখছেন।


































