বিসিবির নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান
- সর্বশেষ আপডেট ০৪:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 75
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। একসময় উপদেষ্টামণ্ডলীর এক সভায় নিজেকে পরিচয় দিতে গিয়ে যে অপমানের অভিজ্ঞতা হয়েছিল, সেটিই তাকে দীর্ঘদিন ভুগিয়েছে বলে জানান তিনি। এবার সময় এসেছে সরে দাঁড়ানোর, তাই নির্বাচন করছেন না বলে স্পষ্ট করেছেন তিনি।
আকরাম বলেন, তামিম ইকবাল সভাপতি পদে লড়ছেন, আর তিনি তামিমকে সর্বাত্মক সহযোগিতা করবেন। কলকাতা থেকে টেলিফোনে তিনি বলেন, “তামিম আমার সন্তানের মতো। ওর জন্য সহযোগিতা ও দোয়া থাকবে। তাই এবারের নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।” তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগ থেকে দুজন রাজনৈতিক নেতা বিসিবিতে আসতে পারেন।
এবারের নির্বাচনে শুধু সংগঠকরাই নন, রাজনৈতিক ব্যক্তিত্বরাও ব্যাপকভাবে যুক্ত হচ্ছেন। জেলা ও বিভাগ থেকে বেশির ভাগ পরিচালকের পদ রাজনৈতিক প্রভাবশালীদের দখলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে জাতীয় দলের অনেক সাবেক ক্রিকেটারও অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ হারাচ্ছেন।
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ৩ নম্বর ক্যাটেগরি থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে নান্নুর অধিনায়ক কোটার কাউন্সিলর পদ থাকলে এই ক্যাটেগরিতে অংশ নিতে হলে বিকল্প কাউন্সিলর পেতে হবে। সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে একই ক্যাটেগরিতে অংশ নিতে বলা হলেও তিনি রাজি হননি। তার ভাষায়, “বড় সংখ্যক সদস্যদের ম্যানেজ করে নির্বাচিত হওয়া কঠিন, তাই আমি সরে দাঁড়িয়েছি।”
ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করার পরিকল্পনা নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্লাব ক্যাটেগরিতেও বিএনপিপন্থি সংগঠকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইশরাক আহমেদ, মাসুদুজ্জামান খান, বোরহান হোসেন পাপ্পু, আজিজ আল কায়সার টিটু, মঞ্জুরুল আলম, মঈনুল হক মঈন, ইফতেখার রহমান মিঠুসহ একটি প্যানেল গঠিত হয়েছে। শোনা যাচ্ছে, দ্বাদশ প্রার্থী হিসেবে আসিফ রাব্বানিকেও রাখা হতে পারে।
অন্যদিকে গাজী গ্রুপের সালাউদ্দিন চৌধুরী প্রস্তাব পেলেও নির্বাচনে অংশ নিতে রাজি হননি। ক্লাব ক্যাটেগরিতে লুৎফর রহমান বাদল এককভাবে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এবার নির্বাচনে থাকছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও পরিচালক কাজী ইনাম আহমেদ।
































